কলকাতা আর্মির র্যালি
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন বেকার যুবক ছেলেরা। কলকাতা আর্মির র্যালি মাধ্যমে ভারতীয় স্থলবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করবে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীরা এ র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। ১০ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত এই র্যালি হবে। এ বিষয়ে সবিস্তারে জানতে নিচের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
Post Details
1.পদের নামঃ Agniveer (General Deputy, All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
2.পদের নামঃ Agniveer (Tech)
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী কে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তবে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে পদার্থবিদ্যা রসায়ন বিভাগ অংক ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
পদের নামঃ Agniveer Tech (Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী কে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তবে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে পদার্থবিদ্যার রসায়ন বিভাগ অংক ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
পদের নামঃ Agniveer Clerk / store keeper Technical (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী কে বিজ্ঞান বিভাগ কলা বিভাগ ও বাণিজ্যিক বিভাগ অর্থাৎ যে কোন বিভাগে ৬০শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
পদের নামঃ Agniveer Tradesman (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে।
পদের নামঃ Agniveer (All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতনঃ
নিযুক্ত প্রার্থীদের প্রতি বছর মাসিক ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছর মাসিক ৩৩ হাজার টাকা, তৃতীয় বছর মাসিক ৩৬ হাজার টাকা এবং চতুর্থ বছর মাসিক ৪০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
Physical fitness Test:
Group A: প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করলে ৬০ মার্কস এবং দশটি পুল আপস করলে ৪০ মার্কস দেওয়া হবে।
Group B: প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৩১ সেকেন্ড থেকে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করলে ৪৮ মার্কস এবং ৯টি পুল আপস করলে ৩৩ মার্কস দেওয়া হবে। ৮টি পুল আপস করলে ২৭ মার্কস দেওয়া হবে, ৭টি পুল আপস করলে ২১ মার্কস দেওয়া হবে, ৬টি পুল আপস করলে ১৬ মার্কস দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।
র্যালি স্থান: পশ্চিম মেদিনীপুর জেলার শেরশা স্টেডিয়াম, খড়গপুর।
কোনরকম কোন আবেদনপত্র লাগবে না। সমস্ত প্রকার ডকুমেন্টস নিয়ে টালিতে যোগ দিতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
কোনরকম কোন আবেদনপত্র লাগবে না। সমস্ত প্রকার ডকুমেন্টস নিয়ে টালিতে যোগ দিতে হবে।
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.