দেশের রাষ্ট্রপতির বেতন কত
DRAUPADI MURMU new President of India
শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা। গত সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এখন দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ। তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ২৫ জুলাই তিনি শপথ নেবেন। দেশের রাষ্ট্রপতি হিসেবে ঠিক কী কী সুবিধা পাবেন দ্রৌপদী মুর্মু, কতই বা বেতন পেতে চলেছেন তিনি?
রাষ্ট্রপতির বেতন :-
গত ২০১৭ সালের অক্টোবর মাস থেকে মাসিক দেড় লক্ষ থেকে বেড়ে মাসিক ৫ লক্ষ টাকা হয়েছে রাষ্ট্রপতির বেতন। যাবতীয় মেডিক্যাল, হাউজিং সহ যাবতীয় সুবিধা পেয়ে থাকেন তাঁরা। পাশাপাশি রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষের পর মাসিক দেড় লক্ষ টাকা পেনশনও পেয়ে থাকেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সুযোগ সুবিধা :-
- মাসিক ৫ লক্ষ টাকা বেতন। (করমুক্ত)
- বিনামূল্যে যাবতীয় শারীরিক চিকিৎসা, পরীক্ষা সহ সমস্ত ফেসিলিটি।
- রাইসিনা হিলসে বিনামূল্যে থাকার ব্যবস্থা।
- রাষ্ট্রপতির বিশেষ গাড়ি। (কাস্টম বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস৬০০)
- রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের বেতনের জন্যও বরাদ্দ থাকে বড় অঙ্কের অর্থ। অবসরের পর পেনশন হিসেবে মাসিক দেড় লক্ষ টাকা।
- বিনামূল্যে দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোন।
- ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ নিরাপত্তা ব্যবস্থা।
- বিমানে ও ট্রেনে সঙ্গী-সহ বিনামূল্যে যাতায়াত।
ঝাড়খণ্ডের দ্রৌপদী মুর্মু কে?
দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন ওড়িশার ময়ুরভঞ্জ জেলার রায়রাংপুরের বাইদাপোসি এলাকায় বিরঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে সরপঞ্চ নির্বাচিত হয়েছিলেন।দ্রৌপদী মুর্মু একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের 15 তম নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি 6 বছর ধরে ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সরাসরি নাগরিকদের দ্বারা নির্বাচিত হয় না। পরিবর্তে, তারা ইলেক্টোরাল কলেজ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে "নির্বাচকদের" দ্বারা নির্বাচিত হয়।রাষ্ট্রপতি পরোক্ষভাবে ভারতের সংসদের উভয় কক্ষ এবং ভারতের প্রতিটি রাজ্য ও অঞ্চলের আইনসভার সমন্বয়ে গঠিত একটি নির্বাচক কলেজ দ্বারা নির্বাচিত হন, যারা নিজেরাই সরাসরি নির্বাচিত হন।
কিভাবে একজন গভর্নর নির্বাচিত হয়?
একটি রাজ্যের গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক পাঁচ বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন এবং তার খুশির সময় পদে অধিষ্ঠিত হন। শুধুমাত্র 35 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকরা এই অফিসে নিয়োগের জন্য যোগ্য। রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত।
কে বেশি ক্ষমতাবান মুখ্যমন্ত্রী বা গভর্নর ?
গভর্নর নামমাত্র প্রধান হিসাবে কাজ করেন যেখানে প্রকৃত ক্ষমতা রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সাথে থাকে।
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.