EduJob

Complete Education and Job Solution

GROUP-C Recruitment in DM Office 2022

 ডিএম অফিসে গ্রুপ-C কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ই জুলাই পর্যন্ত



আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন



    Overview

    ঝাড়গ্রাম জেলার ডিএম অফিসে রূপশ্রী প্রকল্পের একাধিক শূন্যপদে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা মোট শূন্যপদ বেতন ও আবেদন পদ্ধতি জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন। রাজ্যের সমস্ত জেলা থেকেই প্রার্থীরা (ছেলে-মেয়ে সকলেই) আবেদন করতে পারবে। আবেদন চলবে ১৫ই জুলাই পর্যন্ত, আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ে নেবেন।

    Highlights


    পোস্ট নাম

    ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)

    প্রতিষ্ঠানের নাম

    Office of the Jhargram DM Office

    আবেদনের শেষ তারিখ

    ১৫ই জুলাই, 2022

    মোট শূন্যপদ

     05


    Post Details

    1. পদের নাম- ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)

    শূন্যপদ-  4 টি। 

    বেতনঃ  প্রতি মাসে ১ হাজার টাকা 

    শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস এবং  কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে 

    বয়স- 01.01.2022 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে । 


    2. পদের নাম- ডাটা এনট্রি অপারেটর (Accountant)

    শূন্যপদ-   টি। 

    বেতনঃ  প্রতি মাসে ১৫ হাজার টাকা 

    শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস এবং  কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে 

    বয়স- 01.01.2022 অনুযায়ী 40 থেকে 68 বছরের মধ্যে বয়স হতে হবে । 


    আবেদন প্রক্রিয়াঃ 


    Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।

    Step-2 অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

    Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

    Step-4 ফর্ম পূরণ করার পর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।

    Step-5 আবেদনপত্রটি  একটি খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পদের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় এবং খামের উপরে বড় হাতে লিখতে হবে Application For the Post of ................... পদের নাম )


    আবেদনপত্র পাঠানোর ঠিকানা :


    Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram District.


    আবেদন শুরু: ২৭শে জুন, ২০২২

     আবেদন শেষ: ১৫ই জুলাই, ২০২২, বিকাল ৪টে


    প্রয়োজনীয় ডকুমেন্টস 


    (1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

    (2) ভোটার কার্ড/ আঁধার কার্ড/ রেশন কার্ড (যেকোনো একটি) 

    (3) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশীট ও সার্টিফিকেট 

    (4) কম্পিউটার সার্টিফিকেট 

    (5) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) 

    (6) অভিজ্ঞতার সার্টিফিকেট


    চাকরির খবর :


    কেন্দ্রীয় সরকারের অধীনে গ্রুপ বি এবং সি অফিসার নিয়োগ: SSC CHSL 2022 Notification Out


    পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা





    আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

     

    Important Dates


    IMPORTANT DATES

    Notice Published

    27/06/2022

    Last date of Application

    15/07/2022
    04:00pm


    Important Links

    Important Links

    Notice

    Download

    Official Website

    Click Here

    Application Format

    Download NOW








    No comments:

    Post a Comment

    Please leave your valuable comment/feedback to make us better to serve you better.