EduJob

Complete Education and Job Solution

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চলছে নিয়োগ, আবেদন ২১ ফেব্রুয়ারি মধ্যে

 WB PSC RECRUITMENT 2022

WBPSC, PSC, WBPSC Recruitment 2022,

আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন



    Overview


    পশ্চিমবঙ্গ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি থেকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং / প্রিন্সিপাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস পদে নিয়োগ করা হবে এবং এগুলি রাজ্যে প্রযুক্তি এবং প্রশিক্ষণ দপ্তর এর অন্তর্গত চাকরি হবে। যে কোনো স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা থাকলে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ ২১ শে ফেব্রুয়ারি ২০২২। এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। 

    Highlights


    পোস্ট নাম

    Assistant Director of Industrial Training

    প্রতিষ্ঠানের নাম

    পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)

    নোটিশ নাম্বার

    01/ 2022

    মোট শূন্যপদ

     12


    Post Details

    1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (Assistant Director of Industrial Training)

    শূন্যপদ-  12টি। 

    শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমতুল্য যোগ্যতা থাকলে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা অথবা শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে 

    বয়স- 01.01.2022 অনুযায়ী 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে ।  Age relaxation will be as per government rules. 

    • For OBC Candidates: 3 years relaxation
    • For SC/ST Candidates: 5 years relaxation
    • PWD/Widow/Judicially Separated women: 10 years relaxation
    • PWD (OBC): 13 year relaxation
    • PWD (SC/ST): 15 year relaxation



    আবেদন প্রক্রিয়াঃ 


    আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করার করার জন্য নিচে দেওয়া এপ্লাই নও বাটনে ক্লিক করুন আবেদন করার জন্য মোবাইল নাম্বার, ইমেইল আইডি, সম্প্রতি তোলা ফটো ,বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, এবং সিগনেচার লাগবে


    Step1: Register yourself through this link Register Now


    Step2: Enrollment Number and password will be sent to your mobile number through sms.


    Step 3: Sign in with login credentials Login if Already Registered


    Step4: Complete your profile with your personal and academic details.


    Step5: Upload your photo and signature.


    Step6: Make payment and submit. Take a print out of your application for future references.


    আবেদন ফি


    ২১০ টাকা। অনলাইনে ফি জমা দিলে এক শতাংশ সার্ভিস চার্জ (কমপক্ষে পাঁচ টাকা) ধার্য করা হবে। অফলাইন বা ব্যাঙ্কে ফি জমা দিলে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

    তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত এবং বিশেষভাবে সক্ষম (৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা) প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।


    নিয়োগ পদ্ধতি


    লিখিত পরীক্ষা , ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

    Cut-off Marks:

    General (UR) : 40%
    OBC: 38%
    SC/ST : 35%


    চাকরির খবর :


    কেন্দ্রীয় সরকারের অধীনে গ্রুপ বি এবং সি অফিসার নিয়োগ: SSC CHSL 2022 Notification Out


    পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা





    আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

     

    Important Dates


    IMPORTANT DATES

    Notice Published

    01/02/2022

    Application starts

    01/02/2022

    Application end

    21/02/2022

    Exam Date    

    Will Notify


    Important Links

    Important Links

    Notice

    Download

    Official Website

    Click Here

    Application 

    Apply Now








    No comments:

    Post a Comment

    Please leave your valuable comment/feedback to make us better to serve you better.