SEBI দপ্তর নিয়োগের
আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
Overview
ভারতীয় সিকিউরিটি এবং এক্সচেঞ্জ বোর্ড সিবিআই দপ্তর এর তরফ থেকে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো স্থান থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ ২৪ শে জানুয়ারি ২০২২। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ে নেবেন।
Post Details
1.পদের নামঃ অফিসার গ্রেড এ (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতকোত্তর, আইন বিষয়ে স্নাতক, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্জিনিয়ারিং এ স্নাতক।
শুন্যপদঃ ৮০ টি।
2. পদের নামঃ অফিসার গ্রেডএ (লিগেল)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক।
শুন্যপদঃ ১১ টি।
3.পদের নামঃ অফিসার গ্রেড এ (ইনফরমেশন টেকনোলজি)
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক অথবা যেকোনো শাখায় স্নাতক।
শুন্যপদঃ ১২ টি।
4.পদের নামঃ অফিসার গ্রেড এ (রিসার্চ)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস/ ইকোনমিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ স্নাতকোত্তর করে থাকতে হবে।
শুন্যপদঃ ৬ টি।
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
5.পদের নামঃ অফিসার গ্রেড -এ (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে হিন্দি সঙ্গে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে অথবা সংস্কৃত/ ইংরেজি/ ইকোনমিক্স/ কমার্স সঙ্গে হিন্দি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে।
শুন্যপদঃ ৩ টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রাইমারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ, আজই আবেদন করুন Click Here to Know More
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে । আবেদন করার জন্য ibpsonilneওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটি পূরণ করতে হবে । আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং সরি স্ক্যান করে রাখতে হবে । আগামী ২৪ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
UR/ OBC/ EWS এই প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
VLE Recruitment in Gram Panchayat Office, Apply Now
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES |
|
Notice
Published |
05/01/2022 |
Application
starts |
05/01/2022 |
Application
end |
24/01/2022 |
Examination |
20/02/2022 |
Important Links
Important Links |
|
Notice |
|
Official Website |
|
Online Appplication |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.