জেলা স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত
Overview
রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর তরফ থেকে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে কোন কোন জেলায় কত শূন্য পদ নিয়োগ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।
Post Details
পদের নামঃ সাইকিয়াট্রিক নার্স / স্টাফ নার্স
বেতনঃ সাইক্রিয়াটিক নার্সের ক্ষেত্রে প্রতি মাসে ২৮ হাজার টাকা এবং স্টাফ নার্স এর ক্ষেত্রে প্রতি মাসে ২৫000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ সাইক্রিয়াটিক নার্সিং এ স্নাতক / স্নাতকোত্তর / DPN ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
শুন্যপদঃ 01 টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নামঃ স্টাফ নার্স
বেতনঃ স্টাফ নার্স এর ক্ষেত্রে প্রতি মাসে ২৫000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ B.Scনার্সিং অথবা GNMনার্সিং ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
শুন্যপদঃ 02 টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নামঃ স্টাফ নার্স
বেতনঃ স্টাফ নার্স এর ক্ষেত্রে প্রতি মাসে ২৫000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ B.Scনার্সিং অথবা GNMনার্সিং ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
শুন্যপদঃ 09 টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নামঃ Accountant
বেতনঃ প্রতি মাসে ১২000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং কম্পিউটার কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
শুন্যপদঃ 01 টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
পদের নামঃ Grou-D (Ayush)
বেতনঃ প্রতি মাসে ৮000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শুন্যপদঃ 01 টি
পদের নামঃ District Manager (Public Health)
বেতনঃ প্রতি মাসে ৪0,000 টাকা।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ MBBS/Dental/Ayush/Nursing এ স্নাতক হস্পিতাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 01 টি
নিয়োগ প্রক্রিয়াঃ শিক্ষাগত যোগ্যতার নাম্বার অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থানঃ রঘুনাথপুর, ঝাড়গ্রাম জেলা
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে । আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটি পূরণ করতে হবে । আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং সরি স্ক্যান করে রাখতে হবে । অনলাইনে আবেদন করার রেজিস্ট্রেশন ফর্ম টি ডিমান্ড ড্রাফ্ট সহ ও রকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্ট পোস্ট করে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
VLE Recruitment in Gram Panchayat Office, Apply Now
আবেদন ফি :
আবেদন করার জন্য প্রার্থীদেরকে 100 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন ফি জমা করতে হবে আবেদন করার শেষ তারিখ ১০ ই জানুয়ারি ২০২২
The Demand Draft should be in favour of "District Health & Family Welfare Samity, Jhargram" Payable at Jhargram.
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES |
|
Notice
Published |
27/12/2021 |
Application
starts |
27/12/2021 |
Application
end |
15/01/2022 |
Examination |
Will Notify |
Important Links
Important Links |
|
Notice |
|
Official Website |
|
Online Appplication |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.