EduJob

Complete Education and Job Solution

মাল্টিটাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ

MTS Recruitment, MTS 2022, 1OTH Pass Job, Data Entry Operator Job, Group-c job,


Overview


মাধ্যমিক পাশে গ্রুপ ডি পদে কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ। ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে মাল্টিটাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা IWAI হল কেন্দ্রীয় সরকারের জলপথ পরিবহন ও বন্দর দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।


Post Details


1.পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।

শূন্যপদ- মোট ২ টি। (কলকাতা ১ টি এবং সাহিবগঞ্জ ১ টি)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে দু’বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ( MS Word, Excel, Access, Power Point, ইত্যাদি ) সম্পর্কে কাজ জানতে হবে সঙ্গে ।  প্রতি ঘন্টায় ৮০০০ key প্রেস করার স্পিড থাকতে হবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলার যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

বয়স- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিরিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের স্থান- কলকাতা, সাহিবগঞ্জ।

বেতন- প্রতি মাসে ২০,০০০ টাকা।


2.পদের নাম- মাল্টি টাস্ক স্টাফ (MTS)।

শূন্যপদ- মোট ২ টি। 

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষিত বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।

বয়স- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নিরিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের স্থান- ফারাক্কা, সাহিবগঞ্জ।

বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা।


আবেদন প্রক্রিয়াঃ 

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিজের বায়ো ডাটা কম্পিউটারে টাইপ করে এবং সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ডাক বিভাগের মাধ্যমে অথবা সরাসরি হাতে আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদন ফি

 কোন আবেদন ফি লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Director, IWAI, PIU Kolkata

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১০/০২/২০২২


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

 


Important Dates


IMPORTANT DATES

Notice Published

20/01/2022

Application starts

20/01/2022

Application end

20/02/2022, 05:00pm




Important Links

Important Links

Official Notice

Download

Application

Create CV or Biodata

Official Website

Click Here


চাকরির খবর :


ESIC ৩৮৪৭ কর্মী  নিয়োগের নতুন বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশই আবেদন করুন


পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা


প্রাইমারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ


SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ






No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.