ESIC MTS ফর্ম ফিলাপ শুরু হলো, আবেদন করুন
আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
Overview
চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, মাল্টিটাস্কিং স্টাফ (MTS)এবং আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) পদে নিয়োগ করা হচ্ছে। এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC) ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ ও স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলির জন্য ৩৮৪৭ টি শুন্য পদ রয়েছে।
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে । পরীক্ষার যোগ্যতা পরীক্ষা সিলেবাস ও আবেদন পদ্ধতি জানতে নিচে প্রতিবেদনটি দেখুন। গতকাল থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ ১৫ ই ফেব্রুয়ারি ২০২২।
Post Details
Muti-Tasking Staff (MTS):
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ হতে হবে ।
শূন্যপদ: ১৯৩০
বয়স- 15/02/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ৫৬,৯০০ টাকা থেকে ৫৬হাজার ৯০০ টাকা।
Upper Division Clerk(UDC):
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অপারেশন এর দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ: ১৭০০
বয়সসীমাঃ 15/02/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ পে লেভেল ৪ অনুযায়ী প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়াঃ Preliminary Exam + Mains Exam + Computer Skill
স্টেনোগ্রাফার (Stenographer):
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ এবং লেখার দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ: ১৬০
বয়সসীমাঃ 15/02/2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ পে লেভেল ৪ অনুযায়ী প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়াঃ Written Exam + Typing Test
নিয়োগ প্রক্রিয়াঃ
কমন এন্ট্রান্স টেস্ট (Common Entrance Test ) পরিক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন ফি
আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং মহিলা, এক্স সার্ভিসম্যান এবং তপশিলি জাতি উপজাতি (Female/ Ex-Service Man/SC/ST) জন্য ২৫০ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
চাকরির খবর :
ANM ও GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু
পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা
প্রাইমারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ
SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES |
|
Notice
Published |
28/12/2021 |
Application
starts |
15/01/2022 |
Application
end |
15/02/2022 |
Examination |
Will Notify |
Important Links
Important Links |
|
Notice |
|
Official Website |
|
Online Appplication |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.