EduJob

Complete Education and Job Solution

মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ

 মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে  নিয়োগ

Mid-day-meal Project, Murshidabad, Accountance, assistant accountant,





আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

Overview

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি-২ বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে । এই নিয়োগ করা হবে মিড ডে মিল প্রকল্পে। যদিও মুর্শিদাবাদ জেলায়  করা হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নীচে দেয়া প্রতিবেদনটি পড়ে নেবেন। 

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ ২০শে জানুয়ারি ২০২২। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ে নেবেন।


Post Details

1.পদের নামঃ  অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতাঃ  অবসরপ্রাপ্ত কর্মীদের সরকারী অফিসে অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কেবল মাত্র অবসর প্রাপ্ত প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

শুন্যপদঃ  ১ টি।

বয়সসীমাঃ  01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 65 বছরের মধ্যে হতে হবে। 

বেতনঃ   প্রতি মাসে  হাজার টাকা



আবেদন প্রক্রিয়াঃ 

আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।  অলাইনে আবেদন শুরু হয়ে গেছে । আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে।নোটিশের ৩ নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।  ফর্মের সাথে দরকারী কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে এবং মুর্শিদাবাদ জেলার সুতি বিডিও অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে। আগামী  ২০শে জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

Step-2 অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

Step-4 ফর্ম পূরণ করার পর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 

Step-6 আবেদনপত্রের ঐ খামটি মুর্শিদাবাদ জেলার সুতি বিডিও অফিসের -এর ড্রপ বক্সে জমা দিতে হবে। 


আবেদন ফর্ম  জমা: Block Development officer, Suti- 2, Murshidabad, West Bengal


Primary Teacher Recruitment in, Apply Now

চাকরির খবর :

পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা


প্রাইমারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ


SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

 


Important Dates


IMPORTANT DATES

Notice Published

21/12/2021

Application starts

21/12/2021

Application end

20/01/2022

Examination

Will Notify



Important Links

Important Links

Notice

Download

Official Website

Click Here

Offline Application

APPLY NOW








No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.