প্রচুর শূন্যপদে গ্রূপ- সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
Overview
কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় সমিতি তে মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স, ইঞ্জিনিয়ার, অডিট অ্যাসিস্ট্যান্ট , মাল্টিটাস্কিং স্টাফ, হেলপারসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ।আবেদন করার শেষ তারিখ ১০ ই ফেব্রুয়ারি ২০২২। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Post Details
1.পদের নাম- জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৬২২টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা অথবা হিন্দিতে মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
2.পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।
3.পদের নাম- মেস হেলপার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৬২৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।
4.পদের নাম- ল্যাব এটেনডেন্ট (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১৪২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করে থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা।
5.পদের নাম- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ২৭৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
6.পদের নাম- স্টাফ নার্স (গ্রুপ- বি)
শূন্যপদ- মোট ৮২ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে অথবা B.Sc নার্সিং কোর্স করে থাকতে হবে এবং হসপিটাল অথবা কোন ক্লিনিকে অন্ততপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী ইংরেজিতে এবং হিন্দিতে কথা বলতে জানলে অগ্রাধিকার পাবেন। এই পদে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা।
7.পদের নাম- ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৮৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ক্যাটারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
8.পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার অপারেশন এর দক্ষতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।
9.পদের নাম- অডিট অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা- B.Com সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।
10.পদের নাম- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ১টি।
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রী সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা।
11.পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে শর্টহ্যান্ড স্পীডে মিনিটে ৮০টি শব্দ শব্দ এবং টাইপিং স্পিডে মিনিটে ৪০ টি শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
12.পদের নাম- কম্পিউটার অপারেটর (গ্রুপ- সি)
শূন্যপদ- মোট ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি এর কাজ জানতে হবে সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
13.পদের নাম- জুনিয়ার ট্রানসলেশন অফিসার (গ্রুপ- বি)
শূন্যপদ- মোট ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- হিন্দি সঙ্গে ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর।
বয়স- প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে । আবেদন করার জন্য www.navodaya.gov.in ওয়েবসাইটে ভিজিট করে আবেদনপত্রটি পূরণ করতে হবে । আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং সরি স্ক্যান করে রাখতে হবে । আগামী ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
Exam Centers in West Bengal:
Kolkata, Howrah, Asansol, Siliguri.
আবেদন ফি
মাল্টিটাস্কিং স্টাফ, মেস হেল্পার, ল্যাব এটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ৭৫০/- স্টাফ, নার্স পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১২০০ টাকা এবং অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
চাকরির খবর :
পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা
প্রাইমারি বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগ
SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES |
|
Notice
Published |
12/01/2022 |
Application
starts |
12/01/2022 |
Application
end |
10/02/2022 |
Examination |
09.03.2022 to 11.03.2022 |
Important Links
Important Links |
|
Notice |
|
Official Website |
|
Online Appplication |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.