EduJob

Complete Education and Job Solution

গ্রাম পঞ্চায়েতে BDSP পদে চাকরি, গ্রাজুয়েশন পাস চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন

 গ্রাম পঞ্চায়েতে BDSP পদে চাকরি

Anandadhara Prakalpa, BDSP Recruitment 2022, GRAM PANCHAYAT jOB, Graduation job,

আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন



    Overview


    রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত অফিসে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর 24 পরগনা জেলার আমদাঙা ডেভলপমেন্ট ব্লক এবং হাবরা -I ডেভলপমেন্ট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ে নেবেন।


    Highlights


    পোস্ট নাম

    BDSP

    প্রতিষ্ঠানের নাম

    West Bengal State Rural Livelihoods Mission (State Mission Management Unit)

    নোটিশ নাম্বার

    24/I/264/2021-22

    মোট শূন্যপদ

     15


    Post Details

    পদের নাম- বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (BDSP)

    শূন্যপদ- মোট 15 টি। 

    বেতনঃ  প্রতিদিন হিসেবে ৩০০ টাকা।

    শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক 

    বয়স- সরকারি চাকরির নিয়ম অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ।


    আবেদন প্রক্রিয়াঃ 

    আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

    Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। Step-2 অফিসিয়াল নোটিশের FIRST পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

    Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। 

    Step-4 ফর্ম পূরণ করার পর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে। 

    Step-6 আবেদনপত্রের ঐ খামটি নির্দিষ্ট  বিডিও অফিসের -এর ড্রপ বক্সে জমা দিতে হবে। 

    Step-7একইসঙ্গে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF বানিয়ে নির্দিষ্ট মেল আইডিতে পাঠাতে হবে।


    আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 


    আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Amdanga Development Vill- Rafipur, P.O- Arkhali, Amdanaga, P.S- Amdanga, Dist- North 24 Pgs, Pin-743221. 

    হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268. 


    আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ 


    আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- amdanga@gmail.com 

    হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- bdohabra1@gmail.com 


    নিয়োগ পদ্ধতি


    লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।



    চাকরির খবর :


    ANM ও GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু


    পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা



    SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ



    আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

     

    Important Dates


    IMPORTANT DATES

    Notice Published

    13/01/2021

    Application starts

    13/01/2021

    Application end

    16/02/2022

    Exam Date    

    Will Notify


    Important Links

    Important Links

    Notice

    Download

    Official Website

    Click Here

    Application Format

    Download NOW








    No comments:

    Post a Comment

    Please leave your valuable comment/feedback to make us better to serve you better.