গ্রাম পঞ্চায়েতে BDSP পদে চাকরি
Overview
Highlights
পোস্ট নাম |
BDSP |
প্রতিষ্ঠানের
নাম |
West Bengal State Rural Livelihoods Mission (State Mission Management Unit) |
নোটিশ নাম্বার |
24/I/264/2021-22 |
মোট শূন্যপদ |
|
Post Details
পদের নাম- বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (BDSP)।
শূন্যপদ- মোট 15 টি।
বেতনঃ প্রতিদিন হিসেবে ৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ।
বয়স- সরকারি চাকরির নিয়ম অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ।
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। Step-2 অফিসিয়াল নোটিশের FIRST পেজে আবেদন করার ফর্ম দেওয়া আছে, ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 ফর্ম পূরণ করার পর ফর্মের সাথে দরকারি ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 আবেদনপত্রের ঐ খামটি নির্দিষ্ট বিডিও অফিসের -এর ড্রপ বক্সে জমা দিতে হবে।
Step-7একইসঙ্গে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF বানিয়ে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Amdanga Development Vill- Rafipur, P.O- Arkhali, Amdanaga, P.S- Amdanga, Dist- North 24 Pgs, Pin-743221.
হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- To The Block Development Officer Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268.
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ
আমডাঙ্গা ডেভেলপমেন্ট ব্লক- amdanga@gmail.com
হাবড়া-I ডেভেলপমেন্ট ব্লক- bdohabra1@gmail.com
নিয়োগ পদ্ধতি
চাকরির খবর :
ANM ও GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু
পাবলিক সার্ভিসে নিয়োগ, বেতন ৩৭ হাজার ১০০ টাকা
SEBI দপ্তরে ইঞ্জিনিয়ার ও অফিসার পদে নিয়োগ
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES | |
Notice Published | 13/01/2021 |
Application starts | 13/01/2021 |
Application end | 16/02/2022 |
Exam Date | Will Notify |
Important Links
Important Links |
|
Notice |
|
Official Website |
|
Application Format |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.