কেন্দ্রীয় সরকারের অধীনে গ্রুপ বি এবং সি অফিসার নিয়োগ
আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন
Overview
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বিভিন্ন সরকারি দপ্তর এবং মন্ত্রণালয়ে গ্রেড বি এবং সি ক্যাটাগরির পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য প্রায় প্রতি বছরই সম্মিলিত স্নাতক স্তরের (সিজিএল) পরীক্ষা পরিচালনা করে। এসএসসি সিজিএল বিজ্ঞপ্তি 2022 অফিসিয়াল ওয়েবসাইট @ssc.nic.in-এ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা SSC CGL 2022-এর জন্য 23 জানুয়ারী 2022 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
Highlight
SSC
CGL NOTIFICATIONS |
|
Exam Name |
SSC CGL 2022 (Staff Selection
Commission Combined Graduate Level) |
Conducting Body |
Staff Selection Commission (SSC) |
Exam Level |
National Level |
Online Registration |
23rd December 2021 to 23rd January
2022 |
Eligibility |
Graduate |
Mode of Application |
Online |
Exam Mode |
Online (Computer-Based Test) |
Posts offered |
Group B and C officers under
central Government |
Official Website |
www.ssc.nic.in |
Vacancy
SSC CGL 2022-এর জন্য শূন্যপদ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। SSC CGL 2020-21-এর জন্য শূন্যপদ ছিল 7035. নীচের টেবিল থেকে আগের বছরের শূন্যপদগুলি পরীক্ষা করতে পারেন৷ শূন্যপদের প্রবণতা সম্পর্কে ধারণা পেতে SSC CGL খালি পদের তুলনা বছর অনুযায়ী পরীক্ষা করুন ।
Year |
UR |
OBC |
SC |
ST |
TOTAL |
2020-21 |
2891 |
1046 |
510 |
1858 |
7035 |
2019-20 |
3674 |
1242 |
667 |
2198 |
8582 |
2018-19 |
5770 |
1723 |
845 |
2933 |
11271 |
Post Details
1.পোষ্টের নাম- Assistant Audit Officer
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয় স্নাতক বা সিএ / সি এস / এমবিএ
Desirable Qualification: ম্যানেজমেন্ট একাউন্টেন্ট / মাস্টার্স কমার্স / এ বিজনেস স্টাডিজ মাস্টার্স।
2.পোষ্টের নাম- Statistical Investigator Grade-II Post
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয় স্নাতক , 12 তম শ্রেণিতে গণিতে ন্যূনতম 60% স্নাতকের অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
3.পোষ্টের নাম- Compiler Posts
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- কৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি , বিষয়: Economics or Statistics or Mathematics as compulsory or Elective Subject
4.পোষ্টের নাম- All other post Post
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
1.পোষ্টের নাম- Assistant Audit Officer
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয় স্নাতক বা সিএ / সি এস / এমবিএ
Desirable Qualification: ম্যানেজমেন্ট একাউন্টেন্ট / মাস্টার্স কমার্স / এ বিজনেস স্টাডিজ মাস্টার্স।
2.পোষ্টের নাম- Statistical Investigator Grade-II Post
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয় স্নাতক , 12 তম শ্রেণিতে গণিতে ন্যূনতম 60% স্নাতকের অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
3.পোষ্টের নাম- Compiler Posts
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- কৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি , বিষয়: Economics or Statistics or Mathematics as compulsory or Elective Subject
4.পোষ্টের নাম- All other post Post
বেতন- প্রতি মাসে ৪০ (চল্লিশ) হাজার টাকা। টাকা
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
বয়সসীমাঃ
প্রতিটি পোষ্টের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স বয়সের হিসেব করা হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
SSC CGL 2022 Age Limit |
|
Age Limit |
Name of the Post |
20-30 years |
Assistant Section Officer |
Not exceeding 30 Years |
Assistant Section Officer |
Up to 30 years |
Assistant Enforcement Officer |
Up to 32 years |
Junior Statistical Officer |
Up to 30 years |
Sub Inspector |
20-30 years |
Sub Inspector |
18-25 years |
Sub Inspector |
20-27 years |
Tax Assistant |
18-30 years |
Inspector |
18-30 years |
Assistant |
18-27 years |
All other posts |
নির্বাচন প্রক্রিয়া
SSC CGL 2022 নির্বাচন প্রক্রিয়া একাধিক ধাপ নিয়ে গঠিত। এসএসসি সিজিএল পরীক্ষাটি চারটি ধাপে পরিচালিত হয়: টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এবং টায়ার 4। একজন প্রার্থীকে সিজিএল পরীক্ষা পাস করতে হলে একে একে সবগুলো ধাপ ক্লিয়ার করতে হবে।
টিয়ার-১: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
টিয়ার-২: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
স্তর-III: কলম এবং কাগজ মোড (বর্ণনামূলক কাগজ) কম্পিউটার দক্ষতা পরীক্ষা/ ডেটা এন্ট্রি স্কিল টেস্ট (যেখানে প্রযোজ্য)/ নথি যাচাই
টিয়ার-II-এর পেপার-III (যেমন JSO এবং পরিসংখ্যান তদন্তকারী গ্রেড-II পদের জন্য), টিয়ার-II-এর পেপার-IV (অর্থাৎ সহকারী অডিট অফিসার এবং সহকারী অ্যাকাউন্টস অফিসারের পদের জন্য আলাদা কাট-অফ ঠিক করা হবে। ), এবং Tier-II এর পেপার-I + পেপার-II এর জন্য (অর্থাৎ অন্য সব পোস্টের জন্য)।
টিয়ার-I-এ যোগ্য সকল প্রার্থীদের জন্য টিয়ার-II এবং Tier-III পরীক্ষাগুলি পরিচালিত হবে। টিয়ার-২-এ, সমস্ত প্রার্থীকে পেপার-১ এবং পেপার-২-এ উপস্থিত হতে হবে। যাইহোক, JSO/ পরিসংখ্যান তদন্তকারী এবং সহকারী অডিট অফিসার/ সহকারী অ্যাকাউন্টস অফিসার পদের জন্য বাছাই করা নির্দিষ্ট প্রার্থীদের যথাক্রমে পেপার-III এবং পেপার-IV-তে উপস্থিত হতে হবে।
টিয়ার-I-তে ন্যূনতম যোগ্যতার নম্বর, টিয়ার-II এবং টিয়ার-III পরীক্ষার প্রতিটি পত্র নিম্নরূপ:
UR: 30%
OBC/ EWS: 25%
অন্যান্য: 20%
নিয়োগ
সংস্থাঃ
Staff Selection Commission of India (SSC)
আবেদন প্রক্রিয়াঃ
SSC অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলছে এবং আগামী 23ই জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে 100 টাকা লাগবে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇
Important Dates
IMPORTANT DATES |
|
Notice
Published |
23/12/2021 |
Application
starts |
23/12/2021 |
Application
end |
23/01/2022 |
Examination |
April, 2022 |
Important Links
Important Links |
|
Notice |
|
Online
Application |
|
Official
Website |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.