ব্যাংকে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
Overview
পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারো সুখবর রয়েছে । রাজ্যের দুটি জেলায় সার্কেল অফিস থেকে ব্যাংকে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা নেই । সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে এই কর্মী নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায়।
Highlight
Organization | Punjab national Bank |
Post | Sweeper |
Department | Group-D |
Vacancy | 113 |
Qualification | 10th pass |
Last Date | 6th December, 2021 |
Vacancy Details
District |
Age
Limit |
Murshidabad |
65 |
Purulia |
13 |
Bankura |
19 |
Birbhum |
16 |
Total |
119 |
Salary Details
Post |
Age
Limit |
Salary |
Sweeper |
18-24 |
9560/- |
Qualification
মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন ।
Application Procedure
নির্দিষ্ট ফরম্যাট এর মাধ্যমে আবেদন করতে হবে। সেটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট আউট করে এবং তার সাথে সমস্ত নথিপত্র নিযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন আবেদন ফি নেই ।
আবেদন পত্রের ফরমেট:
নাম : .....................................................বাবার নাম : .............................................
ঠিকানা :...........................................................জন্ম তারিখ : ...................................
শিক্ষাগত যোগ্যতা: .................................... ক্যাটাগরি : ...............................
আধার কার্ড : ......................... প্যান কার্ড: ........................
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নাম্বার: ........................ ভোটার কার্ড নাম্বার : ...............
পাসপোর্ট সাইজের ছবি
এইসব তথ্য দিয়ে বায়োডাটা তৈরি করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে পাঠাতে হবে।
স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে পারবেন । আবেদনপত্র যে মুখ বন্ধ খামের মধ্যে করে পাঠাবেন ওই খামের উপর লিখতে হবে "Application for the post of PTS at Punjab National Bank- ..............(Circle name),............. (UR/OBC/SC/ST/PWD)
আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট সংযুক্ত করবেন সেগুলি হল:
- পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
- স্থায়ী বাসিন্দার শংসাপত্র
- জাতিগত শংসাপত্র ( প্রযোজ্য হলে )
- অন্যান্য শংসাপত্র( প্রযোজ্য হলে )
Address:
বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : HRD Department Circle office Purulia, S.D Ganguly Road, Rajabandh Para, Purulia-723101. Last date: 1st December, 2021
মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : Circle Head,Punjab National Bank Murshidabad Circle Office, 26/11 Sahid Surya Sen Road, P.O :Berhampur, Murshidabad-742101, Last date: 6st December, 2021
বীরভূম জেলার ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা : HRD Department Circle office Bardhaman, Police Line Bazar, Burdwan-713103. Last date: 6st December, 2021
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.