EduJob

Complete Education and Job Solution

পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন

 পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন


আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন


পশ্চিমবঙ্গের পৌরসভায় হেলথ ওয়ার্কার পদে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রার্থী নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে ।শুধুমাত্র মহিলা মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি পড়ুন।


পদ :অনারি হেলথ ওয়ার্কার 

শূন্য পদ: চারটি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস এবং সোশ্যাল সার্ভিস কাছে অভিজ্ঞতা থাকতে হবে । 

এছাড়া প্রার্থীকে অবশ্যই মেদনীপুর মিউনিসিপালিটি অধিবাসী হতে হবে শুধুমাত্র মহিলা প্রার্থী নয় বিবাহিত বিধবা আবেদন করতে পারবেন । 

বয়স : 01/01/2021 তারিখে প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন । 

বেতন: 4500/- টাকা প্রতি মাসে । 

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে ফরমটি পূরণ করতে পারবেন পূরণ করা আবেদন পত্রটি মিনিটে অফিসে জমা দিতে হবে  সমস্ত ডকুমেন্টস এবং আবেদনপত্রটি এটাচ করে একটি খামের মধ্যে ভরে দিতে হবে। খামের উপর লিখতে হবে "Application for the post of Honorary Health worker (HHW) under Midnapore Municipality "

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • ভোটার কার্ড 
  • আধার কার্ড 
  • রেশন কার্ড 
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট 
  • বিধবা হলে স্বামীর ডেথ সার্টিফিকেট
  • বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট 
  • ডিভোর্সি হলে ডিভোর্স সার্টিফিকেট 

সময়সীমা এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে তবে অভিজ্ঞতা অনুসারে সময়সীমা বাড়তে পারে । 

নিয়োগে স্থান: মেদনীপুর মিউনিসিপালিটি হেলথ ওয়ার্কার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মেদিনীপুর পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে । 

আবেদন করার শেষ তারিখ: 15/122021 বিকেল চারটের আগে পর্যন্ত । 


Important Dates

IMPORTANT DATES

Notice Publication

23/11/2021

Application starts

23/12/2021

Application Ends

15/12/2021


Important Links

Important Links

Notice

Download

Official Website

Click Here

Our Website

Click Here



No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.