EduJob

Complete Education and Job Solution

IHMKOL Lower Division clerk Recruitment

 রাজ্যে ক্লার্ক পদে চাকরি

IHMKOL Clerk Recruitment, Clerk recruitment, Kolkata job,

আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন


Overview


ভারত সরকারের মিনিস্ট্রি অফ ট্যুরিজম -এ ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে । এ নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি এন্ড অ্যাপ্লাইড নিউট্রশন ,কলকাতা শাখা । উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন এটি একটি কেন্দ্র সরকারের অধীনে চাকরির সুযোগ ।  ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।  আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। 


Post Details

1.পোষ্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপ করতে পারতে হবে।

শুন্যপদ- 4 টি

 

(2) পোষ্টের নাম- অ্যাসিস্টান্ট লেকচারার-কাম-অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাকটার (Assistant Lecturer-cum-Assistant Instructor)

বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400 – 1,12,400 টাকা

শিক্ষাগত যোগ্যতাস্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি/ট্যুরিজম অথবা MBA তে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। সেইসাথে কমপক্ষে ৫০% নম্বর সহ Hotel Administration / Hospitality Management / Hotel Management / Hospitality Administration / Culinary Arts / Culinary Science- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ফুল টাইম ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।

শুন্যপদ- 8 টি

 

(3) পোষ্টের নাম- হিন্দি ট্রান্সলেটার (Hindi Translator)

বেতনপ্রতি মাসে 25,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে হিন্দি বিষয়ে সঙ্গে ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রি করতে হবে অথবা ইংরেজি বিষয়ে সঙ্গে হিন্দি নিয়ে মাস্টার ডিগ্রি করতে হবে।

শুন্যপদটি

 

বয়সসীমাঃ 

 লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)                                     পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 28 বছরের কম থাকতে হবে।
অ্যাসিস্টান্ট লেকচারার-কাম-অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাকটার পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 35 বছরের কম হতে হবে।

হিন্দি ট্রান্সলেটার (Hindi Translator)পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25-40বছরের হতে হবে।

 বয়সের হিসেব করা হবে 01জানুয়ারি 2021তারিখ অনুযায়ী।

 

নিয়োগ প্রক্রিয়াঃ

লিখিত পরীক্ষা এবং স্কিপ টেস্টের মাধ্যমে আবেদনকারীর যোগ্যতা নির্ণয় করে প্রার্থী বাছাই করা হবে এবং নির্দিষ্ট পোস্টে নিয়োগ করা হবে।


চাকরির খবর:  কো-অপারেটিভ সার্ভিস কমিশনে ক্লার্ক, ম্যানেজার সহ একাধিক শূন্যপদে নিয়োগ 


কৃষি দপ্তরে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন


নিয়োগ সংস্থাঃ

IHM KOLKATA, West Bengal.


আবেদন প্রক্রিয়াঃ 

অফিসিয়াল ওয়েবসাইট (www.ihmkol.org) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদনের শেষ তারিখ কিছু জানানো হয়নি তবে অফিসের নোটিশ প্রকাশিত হওয়ার 20 দিনের মধ্যে আবেদন করতে হবে এরকমই নোটিশে জানানো হয়েছে।


আবেদন ফিঃ


আবেদন ফি 500 টাকা পাঠাতে হবে ইন্সটিটিউট অফ হোটেল ম্যানজমেন্ট ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রশন-এর ব্যাংক অ্যাকাউন্টে- 

Bank Account Details

Name of Bank Account: INS OF HOTEL MAN CAT TEC & APP NUT (CAL) S 

Name of Bank : HDFC, New Alipore Branch 

Account No. : 50100189547716 

IFSC Code : HDFC0000040


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনেনিন অথবা তাদের প্রকাশ করা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিন 👇👇👇👇👇

 


Important Links

Important Links

Notice

Download

Online Application

Apply Now

Official Website

Click Here








No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.