ভারতীয় নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ, যোগ্যতা দ্বাদশ উত্তীর্ণ
Overview
ভারতীয় নৌবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিক্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে, আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস (AA) আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) পদে নিয়োগ করা হবে। মোট ২৫০০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে আর্টিফিসর অপারেটিংস (AA) পদে ৫০০ আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) পদে ২ হাজার জনকে নেওয়া হবে। প্রার্থীদের মধ্যে থেকে নম্বরের ভিত্তিতে ছাড়াইবাছাই করা হবে। পরে তাঁদের লিখিত পরীক্ষা দেওয়ার ব্য়বস্থা করা হবে। এরপর শারীরিক এবং মেডক্যাল পরীক্ষাও দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Highlight
Job
Role |
Technical
Entry |
Organisation |
Indian Navy |
Vacancy |
2500 |
Qualification |
10+2
(Science) |
Job
Location |
Pan India |
Last
date |
25/10/2021 |
Official
Website |
www.joinindiannavy.gov.in |
Our
Website |
www.edujob.in |
Educational Qualification
AA: প্রার্থীদের যোগ্যতা দ্বাদশ শ্রেণিতে অঙ্ক এবং ফিজিক্স বা পদার্থবিদ্যা ছাড়া রসায়ন, জীববিজ্ঞান, কম্পিউটারের মধ্যে যে কোনও একটি বিষয়ে ৬০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর থাকতে হবে, আর্টিফিসর অপারেটিংস (AA)পদে আবেদন করা জন্য।
SSR: অঙ্ক এবং ফিজিক্স বা পদার্থবিদ্যা ছাড়া বিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটারের মতো যে কোনও একটি বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করলে সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR)পদে চাকরির জন্য আবেদন করা যেতে পারে।
Age limit
আবেদন করার জন্য প্রার্থীদের জন্ম ২০০২ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে হতে হবে। (The candidate should not be born before 01st February 2002 and not after 31st January, 2005 )
Salary Details
Salary will be as per post or rank after completion of training period. Salary will be Rs.21,700/- to Rs.69,100/- without other allowances.
How to apply
আবেদন শুধুমাত্র অনলাইনে গৃহীত হবে। এর জন্য প্রার্থীকে ক্লিক করতে হবে
'Online application' বোতামে ।
প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদনে তাদের বিবরণ লিখতে হবে ।
সফলভাবে ফর্ম জমা দেওয়ার পর, প্রার্থী একটি নিশ্চিতকরণ পাবেন আবেদনপত্র জমা দেওয়ার একটি ডায়ালগ বক্সের ফর্ম। অনলাইনে আবেদন বন্ধ হওয়ার 30 মিনিট পরে প্রার্থীর কাছে Application printout রোল নম্বর পাওয়া যাবে।
আবেদনের কোন হার্ড কপি Office পাঠানোর দরকার নেই
- Log-in with registered with the registered email ID and click on Current Openings.
- Click on Apply.
- Fill up the application form with your detailed information and click on SUBMIT button.
- Blue background photograph should be uploaded.
Required Documents
SSB Interview যাওয়ার জন্য, প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলি নিয়ে যেতে হবে
- One copy of the print out application duly self attested by the candidate.
- Class 10th certificate and mark sheet in original showing DOB.
- Class 12th certificate and mark sheet in original.
- ID proof in original.
- Original Residential certificate from B.D.O/S.D.O
Selection Process
- চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে ক্লাস 12 নম্বর উপর ভিত্তি করে।
- Shortlisting পর প্রার্থীদের প্রার্থীকে তাদের ইমেইলের মাধ্যমে জানানো হবে। পরে নির্বাচন কেন্দ্র, SSB Interview তারিখ প্রার্থীদের জানানো হবে।
- Written Test ও Physical Fitness ক্লিয়ার করার পর ফাইনাল সিলেকশন জানানো হবে, মোট পাঁচ দিনের SSB ইন্টারভিউ হবে । প্রথম পর্বের নির্বাচনে যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন তাঁদের দ্বিতীয় পর্বের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন ।
Important Links
Online Application: Apply Now
Official
website: www.joinindiannavy.gov.in
Official Notification: Download and Read Now
Important Dates
Starting date of application: 15th October, 2021
Closing date of application submission: 25th October, 2021
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.