নবান্ন স্কলারশিপ 2021 আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তাদের জন্য সরকারি স্কলারশিপ হলো উত্তর কন্যা স্কলারশিপ 2021 বা নবান্ন স্কলারশিপ 2021 । বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করলে বছরে প্রায় 10 হাজার টাকা পাওয়া যাবে।
উত্তর কন্যা স্কলারশিপ ও নবান্ন স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ শুধু নামে আলাদা উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা উত্তর কন্যা স্কলারশিপ বলে জানে এবং দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ হিসেবে জানে ।
যোগ্যতা
যে সব ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে , আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নাম্বার দিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা যেসমস্ত ছাত্রছাত্রীরা কলেজের 55 শতাংশ নাম্বার নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
নবান্ন স্কলারশিপ 2021 আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজারের কম হতে হবে ।
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে যেসব ছাত্রছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ বা Swami Vivekananda Merit cum means Scholarship এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ এর টাকা পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না ।
প্রয়োজনীয় ডকুমেন্টস
নবান্ন স্কলারশিপ 2021 আবেদন করার জন্য 6-7 টি ডকুমেন্টস লাগবে সেগুলি হল:
- নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (Link given below)
- Self declaration form (Link given below)
- এলাকার MLA Recommendation সার্টিফিকেট
- শেষ পরীক্ষার মার্কশীট
- বর্তমান কোর্সে ভর্তির রশিদ
- গেজেটেড অফিসার দ্বারা বাসিন্দা সার্টিফিকেট
- এন্ট্রান্স পরীক্ষার Rank কার্ড ( প্রযোজ্য হলে )
আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে ।
প্রিন্ট আউট করা আবেদনপত্র সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং আবেদনপত্রটি নির্দিষ্ট স্থানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে ।
আবেদনপত্র পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন form পূরণ করতে হবে ।
আপনার এলাকার MLA রিকমেন্ডেশন সার্টিফিকেট নিতে হবে ।
যেকোনো গেজেটেড অফিসার তারা পরিবারের বাৎসরিক আয় শংসাপত্রের নিতে হবে ।
উপরে উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি গ্রুপ-এ গেজেটেড অফিসার কারা Attested করতে হবে । আবেদনপত্রের সাথে Attested করানো নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে, কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই আবেদনপত্র জমা দিতে পারবেন হবে ।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা : Nabanna , 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102
উত্তর কন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা : Uttarkanya, P.O.-Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
জমা দেওয়ার শেষ তারিখ
নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই' ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময়ই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন । নবান্ন স্কলারশিপ ফরম লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ এর আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন । আবেদনপত্রটির সেল্ফ ডিক্লারেশন কপি সংযুক্ত করা হয়েছে ।
Good news
ReplyDelete