EduJob

Complete Education and Job Solution

Health Worker Recruitment in Burdwan Municipality

বর্ধমান পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ



আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

    রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।  উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন । আবেদনকারীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না ।


    পদের নাম :

    স্বাস্থ্য কর্মী (Health Worker)

    মোট শূন্যপদ :

    51 টি 

    শিক্ষাগত যোগ্যতা :

    মাধ্যমিক পাস

    বয়স সীমা:

    30 থেকে 40 বছর

    বেতন :

    4,500 টাকা

    আবেদন পদ্ধতি :

    অফলাইন (Offline)

    শেষ তারিখ :

    26 শে অক্টোবর 2021

    Official Link

    www.burdwanmunicipality.gov.in



    শিক্ষাগত যোগ্যতা 

    মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।  উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন । 


    অন্যান্য যোগ্যতা 


    আবেদনকারীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না । আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে বর্ধমান মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।


    বয়স সীমা

    01/01/ 2021 তারিখে প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং SC/ST/PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে 


    বেতন 

    প্রতি মাসে বেতন 4 হাজার 500 টাকা । 


    আবেদন পদ্ধতি 

    আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন  www.burdwanmunicipality.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদন পত্রের সাথে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে ।  পোস্ট অফিসের মাধ্যমে আসা কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ।  

    আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 26 শে অক্টোবর 2021 । 


    নিয়োগের স্থান 


    বর্ধমান মিউনিসিপ্যালিটি ।  আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে বর্ধমান মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । 


    প্রযোজ্য ডকুমেন্টস


    আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো হলো :
    • বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিকের এডমিট কার্ড /  আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড )। 
    • মাধ্যমিক পরীক্ষার মার্কশীট । 
    • জাতিগত শংসাপত্র ( প্রযোজ্য হলে । 
    • বিবাহের প্রমাণপত্র  ম্যারেজ সার্টিফিকেট / আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে )। 
    • স্বামীর মৃত্যু শংসাপত্র প্রশংসাপত্র  প্রয়োজন হলে )। 
    • উপরিক্ত ডকুমেন্টস জেরক্স কপি আবেদনপত্র জমা দিতে হবে । 

    নির্বাচন প্রক্রিয়া


    যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ-র জন্য ডাকা হবে যা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রার্থীর প্রাপ্ত নম্বর (90%) । ইন্টারভিউ স্কোর (10% )। মাধ্যমিক পরীক্ষায় প্রার্থীর প্রাপ্ত নম্বর  এবং ইন্টারভিউ স্কোর উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে 

    Important Links


    আবেদনপত্র : Download Now 
    Official Notice:  Download Now
    Official Website: Check Now



    No comments:

    Post a Comment

    Please leave your valuable comment/feedback to make us better to serve you better.