বর্ধমান পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ
রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন । আবেদনকারীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না ।
পদের
নাম : |
স্বাস্থ্য কর্মী (Health Worker) |
মোট শূন্যপদ : |
51 টি |
শিক্ষাগত
যোগ্যতা : |
মাধ্যমিক পাস |
বয়স সীমা: |
30 থেকে 40 বছর |
বেতন
: |
4,500 টাকা |
আবেদন
পদ্ধতি : |
অফলাইন (Offline) |
শেষ
তারিখ : |
26 শে অক্টোবর 2021 |
Official
Link |
www.burdwanmunicipality.gov.in |
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন ।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বিবাহিত অথবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন হতে হবে অর্থাৎ অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না । আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে বর্ধমান মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
বয়স সীমা
01/01/ 2021 তারিখে প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং SC/ST/PWD শ্রেণীভূক্ত প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে ।
বেতন
প্রতি মাসে বেতন 4 হাজার 500 টাকা ।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । www.burdwanmunicipality.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদন পত্রের সাথে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে । পোস্ট অফিসের মাধ্যমে আসা কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 26 শে অক্টোবর 2021 ।
নিয়োগের স্থান
বর্ধমান মিউনিসিপ্যালিটি । আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আবেদনকারীকে বর্ধমান মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
প্রযোজ্য ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিকের এডমিট কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড )।
- মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ।
- জাতিগত শংসাপত্র ( প্রযোজ্য হলে ) ।
- বিবাহের প্রমাণপত্র ( ম্যারেজ সার্টিফিকেট / আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড যেখানে আবেদনকারীর স্বামীর নাম উল্লেখ আছে )।
- স্বামীর মৃত্যু শংসাপত্র প্রশংসাপত্র ( প্রয়োজন হলে )।
- উপরিক্ত ডকুমেন্টস জেরক্স কপি আবেদনপত্র জমা দিতে হবে ।
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.