EduJob

Complete Education and Job Solution

২০২২ সালের মাধ্যমিকের পাঠ্যসূচি কমল, কোন বিষয়ে কী পড়তে হবে জেনে নিন

 ২০২২ সালের মাধ্যমিকের পাঠ্যসূচি কমল, কোন বিষয়ে কী পড়তে হবে জেনে নিন



            আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন

                                                                            


মাধ্যমিকের পাঠ্যসূচি কমল। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে মাধ্যমিক দেবেন যে সব পড়ুয়া তাঁদের আগের বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই মর্মে একটি বিবৃতি দেওয়া হয়েছে। দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এমন সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অবগত করে বলা হয়েছে মাধ্যমিকের সাতটি বিষয়েই এই নতুন পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের (সিআইএসসিই) তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে দুটি সেমেস্টারে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি একটি মহল থেকে দাবি করা হয়েছিল, একই ধাঁচে আগামী বছর দুটি সেমেস্টারে হবে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদে এরকম প্রস্তাব জমা পড়েছিল বলে দাবি করা হয়েছিল। যদিও রাজ্য সরকার বা পর্ষদের তরফে সে বিষয়ে মুখ খোলা হয়নি। মঙ্গলবারও পর্ষদের তরফে যে পাঠ্যক্রম কাটছাঁটের পথে হাঁটা হল, তাতে দুটি সেমেস্টারের পরীক্ষা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতেও ইতি পড়ে গিয়েছে।


প্রথম এবং দ্বিতীয় ভাষা ছাড়া অঙ্ক, জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল পড়ানো হয় মাধ্যমিক স্তরে। সাতটি বিষয়েই ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত পাঠ্যসূচি কমানো হবে বলে জানানো হয়েছে।


২০২২ সালের উচ্চমাধ্যমিকের জন্য নতুন পাঠ্যসূচি


অতিমারির আবহে স্কুলগুলিতে মূলত অনলাইনেই ক্লাস হচ্ছে। বিপুল পাঠ্যসূচি অনলাইনে পড়াতে অনেকক্ষেত্রেই অসুবিধার মুখেও পড়ছেন শিক্ষক-শিক্ষিকারা। একই পরিস্থিতি পড়ুয়াদেরও। কোভিড পরিস্থিতি নিয়ে আগামী দিনের অনিশ্চয়তা এবং তৃতীয় ঢেউয়ের সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান। যদিও পর্ষদের তরফে জারি করা বিবৃতিতে আলাদা করে এই বদলের কোনও কারণ জানানো হয়নি। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তবে আজ ঠিক থাকলেও আগামিকাল কী হবে, তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।’‌ সেইমতো স্কুল খুললেও পড়ুয়াদের হাতে বেশি সময় পড়ে থাকবে না। তাই সিলেবাস কমানোর পথে হেঁটেছে পর্ষদ।


মঙ্গলবার এই বিবৃতি দেওয়ার পাশাপাশি ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার নতুন পাঠ্যসূচিও জানিয়েছে পর্ষদ। একনজরে দেখে নিন। নিচে দেওয়া হল।


Important Links


Click Here to Visit Official Website


Click here to Download Updated Syllabus of Madhyamik 2022


Our Official Website

Join Our Telegram Channel

Our official Facebook Page

No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.