EduJob

Complete Education and Job Solution

College Admission will start from Tomorrow, No entrance exam

স্নাতক স্তরে ভরতি শুরু ২ অগস্ট থেকে, নেওয়া যাবে না প্রবেশিকা পরীক্ষা

 



আগামী ২ অগস্ট থেকে শুরু হতে পারে স্নাতক ভরতির প্রক্রিয়া। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। আর ১ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস। রাজ্য সরকারের তরফে সেরকমই চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর।রাজ্যের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্নাতক (কলেজে) ভরতির ক্ষেত্রে কোনও প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতেই পড়ুয়াদের ভরতি নিতে হবে। ইতিমধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরে স্নাতক স্তরের পরীক্ষার সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। গত মাসে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, আগামী ৭ (শনিবার) এবং ৮ অগস্ট (রবিবার) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা হবে। সেই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার পক্ষপাতী নয় রাজ্য সরকার।তাতে অবশ্য শিক্ষক মহলের একাংশ খুশি নন। তাঁদের বক্তব্য, এমনিতেই উচ্চ মাধ্যমিকে মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে। প্রবেশিকা পরীক্ষা না হলে পড়ুয়াদের মেধা যাচাই করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে করোনাভাইরাস পরিস্থিতিতে এবার পড়ুয়াদের থেকে আবেদন ফি নেওয়া যাবে না। চলতি মাসে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ২ অগস্ট থেকে স্নাতক ভরতির প্রক্রিয়া শুরু করতে হবে। পুরো প্রক্রিয়া মিটিয়ে দিতে হব৩০ সেপ্টেম্বরের মধ্যে। তারপর ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। তবে তা অনলাইনে হবে নাকি অফলাইনে, তা স্পষ্ট নয়। আদৌও কতদিন ক্লাসের সুযোগ পাবেন পড়ুয়ারা, তা নিয়ে ধন্দ আছে। 

No comments:

Post a Comment

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.