ডোম-পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
Overview
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় শূন্যপদ ছিল মাত্র ছয়টি। মাসিক ১৫ হাজার টাকা বেতনে ডোমের ছ’টি শূন্য পদে আবেদন করেছিলেন প্রায় আট হাজার। ডোম-পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ করেছেন ৩৭ জন । এরই মধ্যে বড় সংখ্যাই ছিলেন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক পরীক্ষায় উত্তীর্ণেরাও। বিষয়টি প্রকাশ্যে আসার পরে শোরগোল পড়ে যায়। রাজ্যের বেকার সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকেই।
প্রাথমিক ভাবে আবেদন যাচাই করে ৭৮৪ জনকে লিখিত পরীক্ষায় ডাকেন এনআরএস-কর্তৃপক্ষ। ১ অগস্ট লিখিত পরীক্ষা দেন ২৮৪ জন। তাঁর ফল প্রকাশ হয়েছে। ৫০ শতাংশ নম্বর পেয়ে ডোম পদের লিখিত পরীক্ষায় পাশ করেছেন ৩৭ জন। এর মধ্যে মহিলা চাকরি প্রার্থী আছেন পাঁচ জন। এবার এই সমস্ত প্রার্থীদের প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী ৩১ অগস্ট ওই ৩৭ জনকে ডাকা হয়েছে।
লিখিত পরীক্ষা ছিল ৩৫ নম্বরের। ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন সফল হয়েছেন। বৃহস্পতিবার এনআরএস-কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে ওই ৩৭ জনকে প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষায় ডেকেছেন। তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে ছ'জনকে। তবে ওই ৩৭ জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী কেউ আছেন কি না, কর্তৃপক্ষ তা জানাতে চাননি। এই নিয়ে শিবিরের এক আধিকারিক বলেন, ‘‘প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দেখে তো ফলাফল প্রকাশ করা হয়নি। যেমন লিখিত পরীক্ষা দিয়েছেন, তেমন ফলাফল প্রকাশ করা হয়েছে।’’
নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে রাখা হয়েছিল ডোম অথবা মর্গে কাজ করার অভিজ্ঞতা। তবে একটা চাকরি জোটানোর মরিয়া চেষ্টায় আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা।
Important Dates
Event |
Dates |
Examination Date |
01st August, 2021 |
Practical Examination |
31st August, 2021 |
Important Links
Merit List |
|
Notice for Practical exam |
No comments:
Post a Comment
Please leave your valuable comment/feedback to make us better to serve you better.