EduJob

Complete Education and Job Solution

Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করবেন কী ভাবে ?

 

Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করবেন কী ভাবে? দুয়ারে রেশন পেতে এখনই জানুন


খুব সম্প্রতি পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে খুব সহজেই করতে পারবেন এই কাজ। কী ভাবে করনে, জেনে নিন। রেশন কার্ড প্রকল্প দ্রুত কার্যকর করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে খুব সহজ কিছু পদ্ধতির সাহায্যেই এই কাজ করা যাবে। যত দ্রুত সম্ভব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া জরুরি। কারণ, তবেই আপনার দুয়ারে রেশন পৌঁছে যাবে। কী ভাবে অনলাইনে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।

 

পশ্চিমবঙ্গে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার পদ্ধতি - 

অনলাইনে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করতে, শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইট food.wb.gov.in ওপেন করুন।
ওয়েবসাইটের বাঁ দিকে উপরে 'Ration Card' অপশনে ক্লিক করুন।
* এবার 'Apply Online' অপশন সিলেক্ট করুন।

ঠিক তার পরেই সিলেক্ট করুন 'Apply for updation of Mobile number and aadhaar card for already exiting ration card{form-11}' অপশন।
এবার একটি নতুন পেজ ওপেন হবে। ইতিমধ্যেই আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই নম্বরটি দিয়ে দিন।
এখানে আপনার অ্যাকাউন্টের সব তথ্য উঠে আসবে। সেখানে আধার নম্বর দিয়ে প্রয়োজনীয় নথি জমা দিন।

 এর পরে সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার কোন মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তা জানা না থাকলে 'I don’t know which mobile number I have in my Ration Card' অপশন সিলেক্ট করুন।
* এর পরে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নম্বর দিয়ে দিন।

সব কাজ শেষ হলেই, আপনার অ্যাকাউন্টের তথ্য দেখা যাবে।

এবার Aadhaar Card-এর সঙ্গে Ration Card আদৌ লিঙ্ক হয়েছে কী না, তা জানবেন কীভাবে?


প্রথমেই food.wb.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
হোম পেজে 'Ration Card Option' সিলেক্ট করুন।
এবার 'Verify Ration Card{Verify e-RC/DRC}' অপশনে ক্লিক করুন।
তার পরে একটি নতুন পেজ ওপেন হবে।
এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিন।
এবার Ration Card ক্যাটেগরি রেশন কার্ড নম্বর দিয়ে ক্যাপচা কোড দিন।
তার ঠিক পরই আপনি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর, পরিবারের প্রধান সদস্য আধার কার্ডের নম্বর দেখে নিতে পারবেন।

Important Links

Official Website

Click Here

Apply for linking Aadhar &Ration card

Click Here

Verfication for linking Aadhar ration

Click Here

 

 

2 comments:

Please leave your valuable comment/feedback to make us better to serve you better.